1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়: ইঞ্জিনিয়ার মুহসীন ‌নরসিংদীতে র‍্যাবের হাতে কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার পলাশের ডাংগায় দুর্ধর্ষ চুরি,নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করল পিবিআই রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিতাই হবে সর্বশ্রষ্ঠ সংস্কার: ড. মঈন খান  পলাশে সাংবাদিকদের সাথে ব্যবসায়ী মাহবুব আলম প্রিন্সের মতবিনিময় নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও খেলাধুলা সামগ্রী বিতরণ পলাশে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই দলের প্রতিষ্ঠা বার্ষিকী পলাশে মাদ্রাসার অধ্যক্ষকে অব্যাহতি, জোর করে মাদ্রাসা দখলের চেষ্টা মালিক পক্ষকে হয়রানির অভিযোগ আমার প্রথম ভোট,আমি ধানের শীষে দেব

আজ বসন্ত ভালোবাসায় একাকার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

‘ফুল ফুটুক আর না ফুটুক/আজ বসন্ত।’

আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। শুধু তা-ই নয়, আজ বিশ্ব ভালোবাসা দিবসও । ভালোবাসা আর বসন্ত মিলে আজ উৎসবে মাতোয়ারা থাকবে পুরো দেশ ।

শীতের জরাজীর্ণতা কাটিয়ে রুক্ষ প্রকৃতি ফুলে ফুলে ঋদ্ধ হয়ে ওঠে বসন্তের আগমনে । ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হয়ে ওঠে প্রকৃতি । ফুলেল বসন্তের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ আর উচ্ছাস মুখরতায় মন-প্রাণ ভরে উঠবে আজ ।

প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাগুন বা বসন্তের শুরু হলেও এবার পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস একই দিন উদযাপিত হচ্ছে । তবে গতকাল সোমবারে অনেককে বাসন্তি সাজে দেখা গেছে ।সোমবারে উৎসবের আমেজ ছিল বিপণি বিতানগুলোতে।

আজকের ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসের পেছনে রয়েছে আত্মদানের গল্প । এনসাইক্লোপিডিয়ার তথ্যানুযায়ী , রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সেনাবাহিনীতে লোকবল বাড়াচ্ছিলেন । এরই একপর্যায়ে তিনি ঘোষণা দেন , কোনো যুবক আর বিয়ে করতে পারবেন না । এ অদ্ভুত ঘোষণার বিরোধিতা করে সন্তু ভ্যালেন্টাইন গোপনে যুবকদের বিয়ের আয়োজন চালিয়ে যেতে লাগলেন । একসময় ধরা পড়ে গেলেন তিনি এবং নিক্ষিপ্ত হলেন কারাগারে। এর মধ্যে ভ্যালেন্টাইন মনে মনে ভালোবেসে ফেলেছেন কারারক্ষীর মেয়েটিকে । এর কিছুদিন পর ১৪ ফেব্রুয়ারি সম্রাটের নির্দেশে ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করা হয় । কথিত আছে , ওই দিনই প্রথম তিনি মেয়েটিকে এক চিঠিতে জানান তাঁর ভালোবাসার কথা । চিঠির নিচে লেখেন , ‘ইতি, তোমারই ভ্যালেন্টাইন’। এরপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ‘ভ্যালেন্টাইন দিবস’ ঘোষণা করেন ।

প্রায় ১৭০০ বছর আগে ঘটে যাওয়া এ দিনটিকে ইউরোপে পরিচিত করে তোলেন জিওফ্রে চসার চতুর্দশ শতকে । ধীরে ধীরে এর ব্যাপ্তি ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে পৌঁছে চীন, জাপান, ভারত ও বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশে । বাংলাদেশে এ দিনটিতে ফুলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় । একজন অন্যজনকে ফুল , কার্ড কিংবা চকোলেট দিয়ে শুভেচ্ছা জানান । সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আনন্দ আয়োজনের উদ্যোগ নেয় ।

১৪০১ বঙ্গাব্দে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপনের রীতি চালু হয় । সেই থেকে প্রতি বছর জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে । দেশজুড়ে এ বছরের বসন্ত উৎসবের অনুষ্ঠানমালা আরও ব্যাপকতা লাভ করেছে ।

প্রকৃতির মতোই বাঙালি জীবনের শিল্প-সাহিত্য, এমনকি রাজনীতিতেও বসন্ত খুবই তাৎপর্যময় । এ বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল । মহান স্বাধীনতা যুদ্ধের শুরুও এ বসন্তেই । বসন্তের আগমনবার্তা নিয়ে আসে একুশে ফেব্রুয়ারি। বসন্তে চলে অমর একুশে গ্রন্থমেলা । কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও লাগে বসন্তের দোলা । উৎসবে মেতে ওঠে দেশবাসী । ফুলের মঞ্জরিতে মালা গাঁথার দিন বসন্ত শুধু প্রকৃতিকেই রঙিন করেনি , আবহমানকাল ধরে বাঙালি তরুণ-তরুণীর প্রাণও রঙিন করেছে ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT