1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মনোহরদীতে নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই পলাশে পঙ্গু যুবককে মালামালসহ দোকান করে দিলো ‘আমরা দুর্বার সংগঠন’ বিএনপি গণতন্ত্রের কথা বলে: ড.আব্দুল মঈন খান নরসিংদীতে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ৫ পলাশে প্রাণবন্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দুই দলই যুগ্ম চ্যাম্পিয়ন লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ‘ফরিদা পারভীন’ আর নেই আ.লীগ শতশত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে: ড. মঈন খান পলাশের জিনারদীতে মাদক প্রতিরোধ কমিটির সভা নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

“খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি এক জাতির মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম হাতিয়ার”— এমন বার্তা নিয়েই নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হলো এক অনন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পিডিবি স্কুল ও রাবাণ উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক উদ্যোক্তা আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান।

প্রধান অতিথি বলেন, “এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রীড়া মানুষের সুস্থ শারীরিক ও মানসিক গঠন ছাড়াও একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স বলেন, “তরুণদের মাদক, অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই উদ্যোগকে আমি মানবিক দায়িত্ব হিসেবেই দেখছি।”

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম রনির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ মনা, পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শিক্ষার্থীরা জানায়, এই ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে। তারা এ আয়োজনকে সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে স্বাগত জানায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT