
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ হোসেনের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, সাবেক সভাপতি আশাদউল্লাহ মনা, সহ-সভাপতি এসকে দেবনাথ, সাইফুল ইসলাম, তারেক পাঠান, কামাল হোসেন, বেলায়েত হোসেন, ও রাসেল মিয়া।
বক্তারা বলেন, প্রেসক্লাবের সম্মানিত সভাপতি হাজী জাহিদ হোসেন একজন দক্ষ সংগঠক । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন উপস্থিত সবাই।পরে তার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।