
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
রোববার (০৯ নভেম্বর) সকালে নরসিংদীর পলাশের ঘোড়াশাল ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে।
পথ সভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো: আলম মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহমেদ খান, সদস্য সচিব বখতিয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো:আল-আমীন ভুইয়া,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,
ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়া, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জিনারদী ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানা, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ সভাপতি হাজী আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম,আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদ ভূইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির) প্রমূখ।