1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহেরের ইন্তেকাল নারায়ণগঞ্জ বিদ্যুৎ অফিসে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ১ কালীগঞ্জে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলকল্পে সভা কালীগঞ্জে জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পলাশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন নরসিংদী পাঁচদোনা ইউনিয়ন যুবদলের পহেলা বৈশাখ উদযাপন কালিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু বৈশাখের র‍্যালিতে বিএনপির নেতা কর্মীর গণস্রোত কালীগঞ্জে পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্রদল গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

নরসিংদীতে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামি অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

“বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আলোচিত অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে জনসাধারণের আস্থা অর্জন করেছে এ বাহিনী।

গত ৫ আগস্ট ২০২৪ থেকে চলমান অভিযানে র‍্যাব-১১ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে- ৪৮ জন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার, ৬৪ জন হত্যা মামলার আসামি গ্রেফতার, ২৯ জন ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, ৭ জন অস্ত্র মামলার আসামি গ্রেফতার, উদ্ধার ৭৮টি অস্ত্র ও ১২৬৫ রাউন্ড গুলি, ২১১ জন মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৩৫ জন অপহরণকারী গ্রেফতার, ২৩ জন ভিকটিম উদ্ধার, ৪৪ জন ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার, ৩২ জন, জেলপলাতকসহ মোট ১৯৬ জন অপরাধী গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে (৬ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে নরসিংদী সদর থানার পৌরসভা (বড় বাজার) এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নরসিংদী সদর উপজেলা পশ্চিম দত্ত পাড়ার সাশিদ মিয়ার ছেলে মোঃ সাব্বির মিয়া ওরফে কৈডা (৩২) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ১১ জুলাই নরসিংদী সদর থানায় দায়ের করা অস্ত্র মামলায় আদালত থেকে ১০ বছরের সাজা হয় সাব্বির মিয়ার। তবে রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নরসিংদী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদীসহ আশপাশের এলাকায় অপরাধীচক্র নির্মূল করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এ বাহিনী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT