1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আব্দুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল: ড. মঈন খান সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যু বার্ষিকী আজ নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত ঘোড়াশাল ট্রাজেডি আজ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি- ড. আব্দুল মঈন খান

গাজীপুরে দুই বাসে শ্রমিকদের অগ্নিসংযোংগ,গাড়ি ভাংচুর

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা দুইটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস্ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে কয়েক রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করছিল। তাদের আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েক দফা ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে শ্রমিকরা ঘটনাস্থলের অদূরে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুইটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর থেকে কোনাবাড়ি, কাশিমপুর ও পল্লী বিদ্যুত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এবিষয়ে, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিক দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে খাশিমপুর মিনি ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাস দুইটির সিটসহ কিছু অংশ পুড়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার পর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল শুরু করে। শ্রমিকরা যেন কোন সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT