নরসিংদীর পলাশে উপজেলার ডাংগা ইউনিয়নে অটোরিক্সা (ইজিবাইক) ছিনতাই এবং চুরি প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি)বিকাল ৩টায় ডাংগা পুলিশ ক্যাম্পের আয়োজনে এবং ডাংগা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় ডাংগা ইউনিয়ন পরিষদে এ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানার (ওসি তদন্ত ) মোঃ এমদাদুল হক,পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃ আবুল কালাম আজাদ,ডাংগা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম ,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম।এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাংগা ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম রতন,মোঃ শহিদুল ইসলাম বাদল,আবুল বাশার খাঁন,মোঃ রেজাউল করিম টিটু,আঃ আজিজ লাল মিয়া।মহিলা ইউপি সদস্য রাবেয়া আক্তার,আমেনা বেগম,শিরিন বকুল সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভায় অটোরিক্সা মালিক, অটো ড্রাইভার এবং অটো মেকানিকদের অটো চুরি এবং ছিনতাই রোধে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।পরবর্তীতে জেলা পুলিশ কর্তৃক প্রণীত সর্তকতামূলক লিফলেট বিতরণ এবং স্টিকার বিভিন্ন অটোরিক্সায় লাগিয়ে দেন।