1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে তারুন্যের উৎসবে ম্যারাথন দৌড়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:- তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ” এসো দেশ গড়ি,পৃথিবী বদলাই” এই স্লোগান কে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১১ নভেম্বর সকাল ৭ ঘঠিকার সময় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠ থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত ম্যারাথন দৌড়, শুরু হয়,

কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বজ্র্য ব্যবস্হাপনা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ ঘঠিকার সময় বজ্র্য ব্যবস্হাপনা অলিম্পিয়াড
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম কামরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা।

চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন ২৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ জনকে পুরুস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া সহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগন।

অনুষ্ঠানের শেষ অংশে পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট মেরীস গার্লস স্কুল এন্ড কলেজ,এর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে পুরস্কার প্রদানের মাধ্যমে বজ্র্য অনুষ্ঠান সমাপ্ত করেন।

সকাল ১০ ঘঠিকার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদে যুব সমাবেশের আয়োজন করা হয়, দুপুর ১২ টায় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৮ টি টিম নিয়ে খেলা শুরু হয়, খেলা ৬ ওভারে ছিল। ফাইনালে জামালপুর ইউনিয়ন বনাম কালীগঞ্জ পৌর সভা ।

ফাইনাল খেলা কালীগঞ্জ পৌরসভা মোট রান ৮৯ করে জামালপুর ইউনিয়ন ৫৮ রান কালীগঞ্জ পৌরসভা ৩১ রানে জয়ী হয়েছে, ম্যান অবদা ম্যাচ হয়েছে মিয়াদ ৪ উইকেট পেয়েছেন, বিকাল ৩ ঘঠিকার সময় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে সাইক্লিং শুরু করে ঘোড়াশাল ব্রিজ হয়ে ( টোকেন সংগ্রহ করে) কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

সাইক্লিং ১–১০ জনকে,পুরুষ পুরস্কার বিতরণ করা হয়েছে, নারী ১–১০ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সন্ধ্যা ৫:৩০ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলা পরিষদ বেডমিন্টন মাঠে এক ব্যাডমিন্টন টুনামেন্ট এর আয়োজন করা হয়।

জাঙ্গালিয়া ইউনিয়ন বনাম কালীগঞ্জ পৌর সভার খেলোয়াড় হিসেবে অংশ গ্রহন করেন মুন্না, সজীব জুটি,জাঙ্গালিয়া টুনামেন্ট এর খেলোয়াড় আজিজ, নাদিম জুটি,আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন পিয়াস, স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন সিয়াম, বেডমিন্টন খেলাটি উদ্ভোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম।

খেলায় কালীগঞ্জ পৌরসভা ২১ পয়েন্ট জাঙ্গালিয়া ৭ পয়েন্টে ১ ম ম্যাচ সমাপ্ত হয়,২য় ম্যাচ কালীগঞ্জ পৌরসভা ২১ পয়েন্ট জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ ৮ পয়েন্ট নিয়ে পরাজিত হয়, কালীগঞ্জ পৌরসভা বিজয় লাভ করে।

বেডমিন্টন খেলার প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন বর্তমান সময়ে যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে, তাই যুবকদের কে এই ভয়াল মাদকের ছোবল থেকে রক্ষা করতে আমার এই ব্যতিক্রমী গুরত্বপূর্ণ উদ্যোগ গ্রহন করেছি,ফুটবল টুনামেন্ট, ম্যারথান দৌড়,ক্রিকেট টুনামেন্ট,সাইক্লিং, বেডমিন্টন খেলার আয়োজন করছি, যুবকরা যেন মাদকের বিরুদ্ধে গিয়ে খেলাধুলায় মনোযোগী হতে পারবে,

তাহলেই আমার এই প্রচেষ্ঠা সফল হবে বলে আমি মনে করছি, আমি বিজয়ী এবং পরাজিত দুই দলকেই স্বাগত জানাই,আপনারা সুন্দর এবং প্রানচঞ্চল একটি খেলা উপহার দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সারা দিন আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য, বিশেষ করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া,এবং পিন্ট মিডিয়া আমাদের প্রোগ্রামগুলো সম্প্রচার ও পত্রিকায় তুলে ধরার জন্য, আগামীকাল এর প্রোগ্রামে সকলে উপস্থিত থাকবেন বলে আমি আশাকরি, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, সকলের জন্য রহিল শুভকামনা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT