1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার: ড. মঈন খান লন্ডনে ছয় মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার পলাশে লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন দি ডেন্টিস্ট পয়েন্টের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নরসিংদীতে পুলিশের ওপর হামলা, মৎস্যজীবি দলের নেতাসহ গ্রেপ্তার ৭ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম

পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

” ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল–মাদক ছেড়ে খেলতে চল “– এই স্লোগান নিয়ে — নরসিংদীর পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া এ.কে.খান বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ইসলামপাড়া বল্লা স্পোটিং ক্লাব আয়োজিত এই টুর্ণামেন্টে উদ্বোধন ও আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন হাজারো দর্শক, যারা মাঠকে সরব ও প্রাণবন্ত করে তুলেছেন।

টুর্ণামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহমুদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাংগা ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান রুবেল, ছাত্রদল নেতা জিহাদ ওসমান, মোঃ লিটন মিয়া, আবুল কাশেম, আলাউদ্দিন, সিফাত, এবাদুল্লাহ, মোশারফসহ স্হানীয় নেতৃবৃন্দ। তাদের সার্বিক তত্ত্বাবধানে মনোরম পরিবেশে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণকারী দলগুলো মাঠে নেমে দর্শকদের মন জয় করে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে। টুর্ণামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে নাদিম মাহমুদ বলেন, মরহুম আব্দুল মোমেন খান ছিলেন বর্তমান বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান (স্যারের) পিতা- সাবেক খাদ্য মন্ত্রী ও কেবিনেট সচিব। নরসিংদীর উন্নয়নের রুপকার। আমাদের পলাশের গর্ব। একজন সম্মানিত ব্যক্তি, যাঁর স্মৃতি আমাদের সকলের হৃদয়ে অম্লান। আজকের এই টুর্ণামেন্ট তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শৃঙ্খলা ও দলগত চেতনা শেখায়। আমি আশা করি, এই আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT