1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেফতার ২ নরসিংদীর মাধবদীতে ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান দীর্ঘ ১৬ বছরের জুলুম অত্যাচারে ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান পলাশে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন পলাশের ডাংগা উচ্চ বিদ্যালয়ের এড-হক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত ঘোড়াশাল পৌর বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে আইনি পদক্ষেপ পলাশে “পাপড়ি’র বৃক্ষরোপন কর্মসূচী পালিত ইন্টারপোলের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার দূর্ঘটনা পুঁজি করে বিএনপি রাজনীতি করে না-ড.মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সম্পাদক রনি

নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নরসিংদীতে পৃথক অভিযানে ভিন্ন দুটি ঘটনায় হত্যা মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১১।

শুক্রবার ও শনিবার নরসিংদী সদর ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি গ্রামের মালেক মোল্লার ছেলে হত্যা মামলার আসামি এরশাদ মিয়া (৩৫) এবং বেলাব থানার ভাটেরচর গ্রামের মজিবর রহমানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে রায়পুরার বাঁশগাড়ী এলাকার পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছরের ১ নভেম্বর রাতে কুপিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায় এরশাদসহ তার ১০-১২ জন সহযোগী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে শুক্রবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে গ্রেপ্তার করে বেলাব থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। তার বিরুদ্ধে বেলাব থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৭ সলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলে আত্মগোপনে চলে যায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT