নরসিংদীতে পৃথক অভিযানে ভিন্ন দুটি ঘটনায় হত্যা মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১।
শুক্রবার ও শনিবার নরসিংদী সদর ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি গ্রামের মালেক মোল্লার ছেলে হত্যা মামলার আসামি এরশাদ মিয়া (৩৫) এবং বেলাব থানার ভাটেরচর গ্রামের মজিবর রহমানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে রায়পুরার বাঁশগাড়ী এলাকার পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছরের ১ নভেম্বর রাতে কুপিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায় এরশাদসহ তার ১০-১২ জন সহযোগী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে র্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে শুক্রবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে গ্রেপ্তার করে বেলাব থানায় হস্তান্তর করে র্যাব-১১। তার বিরুদ্ধে বেলাব থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৭ সলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলে আত্মগোপনে চলে যায়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি