1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল: ড. মঈন খান সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যু বার্ষিকী আজ নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত ঘোড়াশাল ট্রাজেডি আজ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি- ড. আব্দুল মঈন খান

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি:বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনুস এর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর পলাশের কৃতি সন্তান, প্রসিদ্ধ লেখক, গবেষক এবং সাবেক যুগ্ম সচিব মো: সিরাজ উদ্দিন মিয়া।

বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্যান্য কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, মো: সিরাজ উদ্দিন প্রশাসনের একজন সৎ, মেধাবী, পরিশ্রমী ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পাওয়ায় পলাশ উপজেলাবাসী আনন্দিত। তিনি এ পর্যন্ত অনেক বই লিখেছেন। তিনি সহজ সরল ভাষায়, মনের মাধুরী মিশিয়ে, অত্যন্ত চমৎকার ভাবে বইগুলোর বিষয়বস্তু পাঠকের নিকট উপস্থাপন করেছেন।

আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ ব্যবস্থার বিবর্তন, ধর্মীয়, অর্থনীতি ও জীবনীসহ এ পর্যন্ত ৩২ টি লিখেছেন। ষাটের দশক থেকে ঘোড়াশাল -পলাশ ও কালীগঞ্জের রাজনৈতিক ও সমাজ ব্যবস্থার চিত্র কয়েকটি বইয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন। লেখক হিসেবে তিনি সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত।

তাঁর লেখালেখির শুরু সেই ছাত্রজীবনে। তাঁর লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য। এর অন্যতম সহ-লেখক তিনি। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত এই গ্রন্থটি পরে ইংরেজিতে Jorimon and Others of Beltoil Village নামেও প্রকাশিত হয়।

তিনি ১৯৫৫ সালে তদানীন্তন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলা) পলাশের খানেপুরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব-কৈশোর কেটেছে পলাশের শীতলক্ষ্যার পাড়ে এক অপরূপ প্রাকৃতিক নৈসর্গের মাঝে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) সহ এমএ, এলএলবি এবং যুক্তরাজ্যের ওয়েলস্ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT