
শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসন করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নরসিংদীর পলাশে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষিকারা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পলাশ শিল্পঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতির ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
দ্রুত পদ-সোপান প্রণয়ন করে পদোন্নতি নিশ্চিত করা,আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন অবিলম্বে বাস্তবায়ন,সহজ ও দ্রæত প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ সম্পন্ন,শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা,একাধিক কলেজে চাকরির অভিজ্ঞতা গণনা করে কার্যকর চাকুরিকাল নির্ধারণসহ বিভিন্ন দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে কলেজের শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সকশিস নেতৃবৃন্দ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন সকশিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া মাহমুদ, যুগ্ম সম্পাদক মো: ইলিয়াছ মাহাবুবুল মাওলাসহ কলেজটির বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা।
এ সময় বক্তারা বলেন, বিধিমালার জটিলতা, বৈষম্যমূলক ধারা ও দীর্ঘসূত্রতার কারণে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাঠে থাকা শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি বলে জানান তারা। তারা আরও বলেন, “সরকারের কাছে আমাদের সব দাবি যুক্তিযুক্ত। অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাছাড়া “২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে, তারা দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করবে-এই প্রত্যাশা আমাদের। তাই শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা, অমর্যাদা ও বৈষম্য দূর করতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে বক্তরা জোর দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।