
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার ভাগদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী বাসস্ট্যান্ডে ঘোড়াশাল পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোবহান ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পনির হোসেন, বিএনপি নেতা দুলাল হোসেন, আব্দুল হামিদ, খাগৈর সমাজ সেবা কমিটির সাধারণ সম্পাদক দিপু দত্ত সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনা ও নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও ডক্টর আব্দুল মঈন খান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।