1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

পলাশে বিএনপির লিফলেট বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খানকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ডাংগা বাজারে মিছিল ও লিফলেট বিতরন করা হয়।

মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কিরণ মিয়া, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গাফফার মিয়া, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম, ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আল মাসুম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়া, যুবদল নেতা মোঃ মিজানুর রহমান রুবেল, বিএনপি নেতা মোঃ হারুন মিয়া,ছাত্রদল নেতা মোঃ লিটন মিয়া সহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাকর্মীরা ডাংগা বাজার ব্যবসায়ী, পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT