নরসিংদী জেলা পলাশ থানাধীন চরসিন্দুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে প্রতিবেশী মোস্তফা শেখের পৈত্রিক সম্পত্তি কবরস্থান ও বসতভিটা জবরদখল করার চেষ্টা করে।
এ ব্যাপারে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন মোস্তফা শেখ। জানা যায়, চরসিন্দুর ইউনিয়ন মালিতা গ্রামের মৃত নাজিমুদ্দিন শেখ তার নিজস্ব সম্পত্তির ওয়ারিশ সন্তানেরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এরই মধ্যে তার প্রতিবেশী মৃত সলিমুদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজেদের বলে দাবি করে। দীর্ঘ মামলা মোকাদ্দমার পর কোর্টের রায় পায় মোস্তফা শেখ। এরপরও আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজের বলে দাবি করে দখল করতে চায়। এ বিষয়ে মোস্তফা শেখের ভাতিজা মানিক বলেন, আজ থেকে ৩৫ বছর আগে এই সম্পত্তি নিয়ে আমার পিতা আলমাছ শেখের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে আলাউদ্দিন শেখ গংরা আমার বাবাকে খুন করে। এরপর অনেকদিন তারা নীরব থাকে। আওয়ামী লীগ সরকারের আমল থেকে আলাউদ্দিন শেখ আ.লীগের ক্ষমতা ব্যবহার করে এই সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে। গত ১৪ সেপ্টেম্বর স্বয়ং আলাউদ্দিন শেখ গংরা পুনরায় আমাদের কবরস্থান ও পৈত্রিক সম্পত্তি দখল করতে আসে আবারও।
আমার চাচা মোস্তফা শেখ এ বিষয়ে মোবারক শেখ, পিতা মৃত নাজুমুদ্দিন শেখ ও শহিদ শেখ পিতা কফিল উদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, পিতা মৃত ছলিম উদ্দিন শেখ, রাসেল শেখ (৩৭), পিতা, আলাউদ্দিন শেখ, তামিম শেখ পিতা আইজুদ্দিন শেখ, সর্ব সাং মালিতা, চরসিন্দুর, পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা অনেক আগে থেকেই এই সম্পত্তি মোস্তফাদের বলে জানি। আলাউদ্দিন গংরা ঝগড়াটে লোক তারা মোস্তফার আপন বড় ভাইকে খুন করেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।