নরসিংদীর ঘোড়াশালে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ঘোড়াশাল পৌর শহরের (গুনি পাড়া)মহল্লায় ৬ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি- মো:রফিক মিয়া।
সভায় বক্তব্য রাখেন।ঘোড়াশাল পৌর বিএনপির সাবেক সভাপতি মো: গিয়াস উদ্দিন। যুবদল নেতা-মোস্তাক বিল্লাহ শাহীন,মো:জিয়াউর রহমান, শেখ ফরিদ,আব্দুল সালাম মিঠু, মো:ইসমাঈল হোসেন। শিক্ষক আহম্মদ আলী,শ্রমিক নেতা জাফর মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রাম করে হামলা ও মামলার স্বীকার হয়ে নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্বে এবং ডক্টর আব্দুল মঈন খানের নির্দেশক্রমে ঘোড়াশালে বিএনপি পরিচালিত হবে। যারা গাছের আগা গোড়া খেয়েছেন আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে রাজনীতি করেছেন তাদের সাবধান হওয়ার হুঁশিয়ারি করেন এই যুবদল নেতা।