নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
এই চোরের দল নগদ ৯২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রূপালঙ্কার সহ আসবাবপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
মোস্তফার মেয়ে খাদিজা আক্তার জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আমারা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়ি থেকে রবিবার বাড়িতে এসে দেখি ঘরের গেইটের তালা ভাঙা তারপর ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে।
এরপর দেখতে পাই আলমিরায় রাখা ৯২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রূপালঙ্কার, টিভি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, আয়রন, ঘড়ি, শাড়ি-থ্রিপিস,কাপড়চোপড় সহ ব্যবহৃত জিনিসপত্র নেই। ঘরের গেইটের তালা কেটে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
তিনি আরও জানান, চোরের দল আমার সবকিছু গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে। প্রতিবেশীদের সাথে আলাপ-আলোচনা করে থানায় অভিযোগ করবো।