২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণতন্ত্রপ্রেমী তরুণদের স্মরণে নরসিংদীর পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকী। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের আত্মত্যাগ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর কবির, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম রাকিব,
ঘোড়াশাল পৌরসভা জামায়াত ইসলামের আমীর অধ্যাপক ইসমাইল হোসেন, পলাশ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, হেফাজতে ইসলাম নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, জমিয়তে উলামায়ে ইসলামের পলাশ উপজেলার সভাপতি মাওলানা নোমানুল করিম।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।