1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

পলাশে মাদক সম্রাট টিটু ইয়াবা সহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশে মাদক সম্রাট মো. টিটু মিয়া (২৮) কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত টিটু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।গ্রেপ্তার টিটু মিয়া পারুলিয়া মোড় এলাকা ও ইছাখালি গ্রাম এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।

এছাড়া মাদকদ্রব্যকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে আসছিল ওইসব এলাকায়। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টিটু মিয়াকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT