মোঃ নাজমুল হক মণি- কারাবন্দি নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরের নিঃশর্ত মুক্তির দাবিতে নরসিংদী ডিসি অফিস ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন নরসিংদী- ০২ (পলাশ) নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণ।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনসাধারণের অংশ গ্রহণে মিছিলটি নরসিংদী ডিসি অফিসের সামনে থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণ ঘুরে প্রেসক্লাবের সামনে যায়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় সমাবেশে বক্তারা মনিরউজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিঃশর্ত মুক্তির দাবিও জানান ও প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।
বিএনপির একাধিক নেতা জানান, মনিরউজ্জামানের মুক্তির দাবিতে দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণ বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. বাছেদ ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ, সদস্য সচিব আরিফুল ইসলাম, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,
ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান খান, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান, ডাংগা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির), পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সহ-সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রাণা, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজীসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণ।
পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার নানা প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীসহ জনসাধারণ নরসিংদী আদালত প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন।
এদিকে মনিরউজ্জামানের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নরসিংদী ডিসি অফিস ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িও দেখা গেছে।