1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও খেলাধুলা সামগ্রী বিতরণ পলাশে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই দলের প্রতিষ্ঠা বার্ষিকী পলাশে মাদ্রাসার অধ্যক্ষকে অব্যাহতি, জোর করে মাদ্রাসা দখলের চেষ্টা মালিক পক্ষকে হয়রানির অভিযোগ আমার প্রথম ভোট,আমি ধানের শীষে দেব পলাশের ডাংগায় মাদক,সন্ত্রাস,চা়ঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  বেগম খালেদা জিয়ার জন্মদিনে যুবদল নেতার শুভেচ্ছা সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন র‍্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেফতার ২ নরসিংদীর মাধবদীতে ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান দীর্ঘ ১৬ বছরের জুলুম অত্যাচারে ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১২ জন।

রোববার (১৫ জুন) দুপুরে সড়কের চাকশালে এ দুর্ঘটনা ঘটে।নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী তৃষার মৃত্যু হয়। সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে থাকা আরও ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল এবং ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার উপ-পরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT