1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার: ড. মঈন খান লন্ডনে ছয় মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার পলাশে লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন দি ডেন্টিস্ট পয়েন্টের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নরসিংদীতে পুলিশের ওপর হামলা, মৎস্যজীবি দলের নেতাসহ গ্রেপ্তার ৭ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম

নরসিংদীতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৯ জুন, ২০২৫

মোঃ নাজমুল হক মণি” বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্হা অর্জনে সক্ষম হয়েছে।”

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে ৯৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য নুন্যতম ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার ( ৯ জুন ) দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার শিবপুর থানাধীন কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন এলাকায় র‍্যাব- ১১,সিপিএসসি নরসিংদীর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগরের চউড়া এলাকার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ মানিক মিয়া (৪৮)।

সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

এ সময় র‍্যাব কমান্ডার আরো জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এপেইস ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী ক্যাম্পের র‌্যাবের আভিযানিক দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং  পাশাপাশি তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

সে প্রাইভেটকারটির ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাগত মাদক ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT