বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি অন্তর্বতীকালীন সরকারই। এই সরকার কোন দিন স্থায়ী সরকার হতে পারে না। ১৮ কোটি মানুষ আমরা এই অন্তবর্তীকালীন সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
শনিবার (৩ মে) বিকালে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিকদল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবসের শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জনগনের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগনের বেঁচে থাকার অধিকার,অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ সব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার দুই বছর আগেই বিএনপি এই সংস্কারের কথা বলেছে। ২০২২ সালের ১৯ ডিসেম্বর আমাদের পক্ষ্য থেকে জাতির কাছে ২৬ দফা সংস্কারের কথা তুলে ধরে ছিলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। আমরা এই সংস্কারে দাবি সেই সময়ে তুললেও কেউ কিন্ত এই দাবি তোলার সাহস পায়নি। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে অর্থাৎ ৫ আগস্টের যে বিপ্লব তার ১ বছরের বেশি সময় আগে বিএনপি ও সমমনা গণতান্ত্রিক দল নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ৩১ দফা সংস্কার দাবি জাতির সামনে তুলে ধরে ছিলাম। বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে। তাই এই সংস্কারের দোহাই দিয়ে এই অন্তবর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। সংস্কার কোন স্থির বিষয় নয় এই সংস্কার চলমাব প্রক্রিয়া।
পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।