মহান মে দিবস উপলক্ষে নরসিংদী পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনির বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খানের পক্ষ থেকে দেশ-বিদেশে কর্মরত সকল বাংলাদেশী শ্রমিকসহ সারা বিশ্বের শ্রমজীবী মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায়-যুবদল নেতা মনিরউজ্জামান মনির বলেন, ‘১মে দিবস’ যা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সর্বাধিক পরিচিত, আজকের এই দিনে আমি দেশে বিদেশে কর্মরত সকল বাংলাদেশী শ্রমিক-কর্মচারী এবং বিশ্বের সকল শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের প্রতি আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস । ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে ‘হে মার্কেটে’ জীবনদানকারী এবং এই আন্দোলনের জন্য ফাঁসিকাষ্ঠে আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব ও স্বাচ্ছন্দবোধ করতেন । শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি ভাবতেন । এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন । সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় থাকাকালে এদেশে
শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মুজুরী কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখা পড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিল ।
কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমজীবী মানুষের ভাগ্যের কোন উন্নতি হয়নি বরং বারবার শ্রমিকেরা নির্যাতিত হয়েছেন । ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা লুটেপুটে খেয়েছে । মে দিবসে এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে’। মে দিবসে এবারের প্রতিপাদ্য নিশ্চিত করতে সার্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে। দুঃশাসনের প্রভাব দূরীভুত করে গণতন্ত্রের সমাজভূমি প্রতিষ্ঠিত করতে হবে। আমি মহান মে দিবসের সার্বিক সফলতা কামনা করি।