1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল পৌর বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে আইনি পদক্ষেপ পলাশে “পাপড়ি’র বৃক্ষরোপন কর্মসূচী পালিত ইন্টারপোলের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার দূর্ঘটনা পুঁজি করে বিএনপি রাজনীতি করে না-ড.মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সম্পাদক রনি নরসিংদীতে কলেজে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার না ফেরার দেশে চলে গেলেন ছাত্রনেতা নাসিম পলাশে “এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি” পালিত নরসিংদীতে সাংবাদিকের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন যুবদল নেতা হারুন

কালীগঞ্জে জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মো.ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) সকালে কলেজ মাঠে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাানুরাগী ও সমাজ সেবক হাজী মো. জাহাঙ্গীর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

জামালপুর কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মো. মোশারফ হোসেন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক লীমা খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান (বাবলু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলম, জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান খান লাবলু, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, প্রিজম ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. খোন্দকার আনিসুর রহমান, বেস্ট ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও মো. সাখাওয়াত হোসেন খান, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েলসহ কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থীসহ স্থাণীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য এবং ডিসপ্লে উপভোগ করেন।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৬টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো, সাবেক ছাত্র/ছাত্রী এবং আমন্ত্রিত নারীদের জন্য বিশেষ খেলা ছিল উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের চেয়ে এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। কলেজের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে। আগত সকল অতিথিবৃন্দ দের শুভেচ্ছা জানান জামালপুর কলেজ এর অধ্যক্ষ আনন্দ চন্দ্র দাস।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT