নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে প্রতিবারের ন্যায় এবারও আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পবিত্র রমজানুল মোবারক ২০২৫ এর ইফতার ও সেহরির সময়সূচি সম্বলিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ডাংগা ইউনিয়নের পূর্ব ইসলাম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন- ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ও আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আমির হোসাইন নোমানী, ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব আরিফুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া,বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি গাফফার মাস্টারসহ আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।