1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পাঁচদোনায় বিএনপির পথসভা অনুষ্ঠিত পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: ড. মঈন খান যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন- মনিরউজ্জামান মনির পলাশে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু নরসিংদীর পলাশে শহীদ ময়েজউদ্দিন টোল প্লাজায় রশিদ ছাড়া টোল আদায়, রাজস্ব হারাচ্ছে সরকার পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার: ড. মঈন খান লন্ডনে ছয় মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পলাশে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করলেন: প্রিন্সিপাল

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:ছুটির দরখাস্তকে কেন্দ্র করে নরসিংদীর পলাশে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসানকে বেত দিয়ে বেধরক পিটিয়েছেন মাদরাসাটির প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ ভৈরবী।

রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ার চারটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে ভুক্তভোগী ছাত্র নিজেই। পরে ছাত্র নির্যাতনের এসব ছবিকে দেখে নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে প্রিন্সিপালের কড়া সমালোচনা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন অনেকেই।

ভুক্তভোগী মাদরাসা ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শারীরিক কিছু সমস্যা থাকায় গত সপ্তাহের শনিবার ও রবিবার আমি ক্লাসে অনুপস্থিত থাকি। এ বিষয়ে রবিবার ক্লাস ছুটির পর প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে পরের দিন থেকে নিয়মিত ক্লাস করার কথা বলেছিলাম। সোমবার ক্লাস করার সময় স্যার আমাকে দরখাস্ত লিখে জমা দিতে বলেন।

পরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর আবারও আমার কাছে ছুটির দরখাস্ত চাইলেন। কিন্তু আমি দরখাস্ত জমা দিতে না পারায় স্যার রাগান্বিত হয়ে ক্লাস রুমের দরজা বন্ধ করে আমাকে বেত দিয়ে বেধড়ক মারধর করে। এতে আমার শরীরে রক্তাক্ত লালচে আঘাতে ফুলে যায়। পরে আমি পাশ্ববর্তী ফার্মেন্সি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এখনো আমি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারিনি।

অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ ভৈরবীর মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT