1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়: ইঞ্জিনিয়ার মুহসীন ‌নরসিংদীতে র‍্যাবের হাতে কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার পলাশের ডাংগায় দুর্ধর্ষ চুরি,নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করল পিবিআই রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিতাই হবে সর্বশ্রষ্ঠ সংস্কার: ড. মঈন খান  পলাশে সাংবাদিকদের সাথে ব্যবসায়ী মাহবুব আলম প্রিন্সের মতবিনিময় নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও খেলাধুলা সামগ্রী বিতরণ পলাশে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই দলের প্রতিষ্ঠা বার্ষিকী পলাশে মাদ্রাসার অধ্যক্ষকে অব্যাহতি, জোর করে মাদ্রাসা দখলের চেষ্টা মালিক পক্ষকে হয়রানির অভিযোগ আমার প্রথম ভোট,আমি ধানের শীষে দেব

পূর্বাচলে ঘুরতে নিয়ে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

পূর্বাচলে ঘুরতে নিয়ে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে স্বামী।

স্ত্রী বিলকিসকে নিয়ে ঘুরতে বের হয়ে ছিলেন স্বামী মিজানুর রহমান সুমন। ঘুরতে বেরিয়ে নিজের গাড়িতে করে সুমন তার স্ত্রীকে নির্জন জঙ্গলে নিয়ে যান। পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরেন তিনি।

এ সময় গাড়ির ভেতরেই বসেছিলেন বিলকিস। এক পর্যায়ে বিলকিস গাড়ি থেকে নামলে বোতলে রাখা পেট্রোল তার শরীরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন সুমন। স্বামীর দেওয়া আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকেন বিলকিসের। এ সময় সুমন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন।

মিজানুর রহমান সুমন কুমিল্লার মুরাদনগর উপজেলার মফিজুল ইসলামের ছেলে। ট্যাক্সিচালক সুমন তার প্রথম স্ত্রী শিমু, দেড় বছরের মেয়ে এবং মাকে নিয়ে রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় ভাড়া বাসায় থাকত।

গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল ২৪নং সেক্টর এলাকায় স্ত্রীর শরীরের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর সুমন নিজেইে র‍্যাবকে এসব তথ্য জানান। এর আগে র‍্যাব-১ এর সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করেন।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বছর দুয়েক আগে সুমন পরিবারকে না জানিয়ে বিলকিসকে দ্বিতীয় বিয়ে করে। পরে তুরাগ থানার রানাভোলা থেকে ২ কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতে শুরু করে। কিন্তু উবারে ট্যাক্সি চালিয়ে দুই স্ত্রীকে চালাতে হিমশিম খেত সে। সংসারে অভাব-অনটন লেগেই থাকত।

এর মধ্যে গত ৪ মাস ধরে সুমনের কাছে কিছু টাকা চাচ্ছিল বিলকিস। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হলে সুমন দ্বিতীয় স্ত্রী বিলকিসকে হত্যার পরিকল্পনা করে। এরপর থেকে প্রায়ই বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যাওয়ার নাম করে তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে সুমন।

গত রোববার দুপুরের পর বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয় সুমন। পথে চা পান করার ফাঁকেও তাকে হত্যার জায়গা ও সুযোগ খুঁজতে থাকে। পরে বিলকিসকে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল ২৪নং সেক্টরের নিরিবিলি এলাকায় জঙ্গলে নিয়ে যায় সুমন।সেখানেই গাড়ি থামিয়ে স্ত্রীকে ভেতরে বসিয়ে রেখে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরে সে। পরে স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় বিলকিস নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে একটি ড্রেন থেকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান।কিন্তু অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিলকিস মারা যান।

ঘটনার পর বিলকিসের ঘাতক স্বামী সুমন আত্মগোপনে চলে যায়। পরে সুমনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে গ্রেপ্তারে সক্ষম হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT