1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় রথযাত্রা উদযাপিত নরসিংদীতে জেল পলাতক আসামি গ্রেফতার ঘোড়াশালে মোবাইল কোর্টে হোটেল ও বেকারিকে জরিমানা বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচদোনা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীতে নিহত ছাত্রদল কর্মীর দাফন সম্পন্ন, বিচার দাবিতে বিক্ষোভ পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাংগা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত তামাক ক্রাসিং মিল রাস্তা ও বাজারের পাশে: পথচারী ও শিশুদের স্বাস্থ্যে নীরব হুমকি পলাশে ছাত্রদল-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর মৃত্যু পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে ছাতা বিতরণ রংপুরে ‌র‍্যাব-১৩ এর অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুই নারী গ্রেফতার

গাজীপুর বাসন থানা এলাকায় আসামি গ্রেফতারে সহযোগিতা করায় সন্ত্রাসীরা কেঁটে নিল যুবকের কব্জি

মো:নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গাজীপুরের বাসন থানা এলাকায় ফেরারি আসামি গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় এক যুবকের হাতের কব্জি কেঁটে নিয়েছে সন্ত্রাসীরা। পরে হাতের বিচ্ছিন্ন কব্জি বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রাখে। গাজীপুর মহানগর পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন সুমন মিয়া (৩৪), আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪), ফজলু ওরফে তোতলা ফজলু (৩২) ও সোহেল রানা (২৫)।প্রেস ব্রিফিংয়ে জিএমপি ডিসি আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান, ভিকটিম মোঃ মাসুদ রানা আসামি সুমন মিয়া ও আসলামকে গ্রেফতারি পরোয়ানা মূলে বাসন থানা পুলিশকে গ্রেফতারে সহায়তা করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঐ শত্রুতার জের ধরেই ৯ মার্চ ভোরে মাসুদ রানাকে বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকার ভি.এন্ড.আর গার্মেন্টসের গলিতে মনিরের টিনশেড বাড়ির পেছনে ডেকে নিয়ে এলোপাথারি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা এবং বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেন তারা। পরে হাতের বিচ্ছিন্ন কব্জি একটি বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যান। এসময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনে পেয়ে পুলিশ গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় আহত মাসুদ রানার ভাই মোঃ রাজিব মিয়া বাসন থানায় মামলা দায়ের করলে পুলিশ রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সুমন মিয়ার স্বীকারোক্তি এবং তার দেখানো মতে ঘটনাস্থল থেকে দুটি ধারালো দা উদ্ধার করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT