1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

কালীগঞ্জে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কালীগঞ্জ কিন্ডারগার্টেন (কেজি) এসোসিয়েশনের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার ছয়শত শিক্ষার্থী কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়, বর্তুল একাডেমী, স্টার মডেল একাডেমী, মাষ্টার কিন্ডার গার্টেন, নরুন কিন্ডার গার্টেন, ইকরা মডেল একাডেমী, ন্যাশনাল ল্যাবরেটরীজ স্কুল কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় গাজীপুর কেজি স্কুল এসোসিয়েনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পূবাইল মেট্রো থানার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কালীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি কামরুজ্জামান পনির, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, পৌর সভাপতি রেজাউল হক ও স্থানীয় সাংবাদিকগণ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT