1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষের উন্নয়ন-ড. মঈন খান খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন-ড.মঈন খান নরসিংদীর ডাংগায় শ্রমিককে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে সরকারি ভাতা ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন মেহের আফরোজ চুমকি এমপি

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সরকারি ভাতা ও অন্যান্য সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সাংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি। রবিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, আমরা কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছি প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনের ফলে শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে। পৌরসভার নয় হাজার মানুষকে সরকারি বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সাবলম্বি হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদ উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির, জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহম্মেদ, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন উপকারভোগী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT