1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রাণবন্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দুই দলই যুগ্ম চ্যাম্পিয়ন লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ‘ফরিদা পারভীন’ আর নেই আ.লীগ শতশত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে: ড. মঈন খান পলাশের জিনারদীতে মাদক প্রতিরোধ কমিটির সভা নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা অবহেলিত গ্রামে রাস্তাঘাট নির্মাণে প্রবাসী জজ মিয়ার উদ্যোগ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারি আটক পলাশে পাওনা টাকা চাওয়ায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেফতার পলাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

নরসিংদীতে অগ্নিকান্ডে আট দোকান পুড়ে ছাই

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নরসিংদীতে অগ্নিকান্ডে আটটি দোকান পুড়ে গেছে। এ সময় আরও তিনটি দোকান আংশিক পুড়ে যায়। আজ সোমবার ভোরে নরসিংদী শহরের ভেলানগর বাজারের হাজি দানিছ সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে আছে জুতার দোকান, কাপড়ের দোকান, কনফেকশনারি ও মুদিদোকান। মার্কেটটির ব্যবসায়ীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকান্ডে তাঁদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আজ ভোররাত সোয়া চারটার দিকে মার্কেটটির একটি মুদিদোকানে আগুন দেখতে পান বাজারে অবস্থান করা লোকজন। তাৎক্ষণিকভাবে তাঁরা আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে আরও বড় হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন মার্কেটটির অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস বলছে, আজ ভোররাত ৪টা ৩০ মিনিটে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে শিবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপর তিনটি দোকানের আংশিক পুড়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকান্ডে আটটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT