1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়: ইঞ্জিনিয়ার মুহসীন ‌নরসিংদীতে র‍্যাবের হাতে কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার পলাশের ডাংগায় দুর্ধর্ষ চুরি,নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করল পিবিআই রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিতাই হবে সর্বশ্রষ্ঠ সংস্কার: ড. মঈন খান  পলাশে সাংবাদিকদের সাথে ব্যবসায়ী মাহবুব আলম প্রিন্সের মতবিনিময় নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও খেলাধুলা সামগ্রী বিতরণ পলাশে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই দলের প্রতিষ্ঠা বার্ষিকী পলাশে মাদ্রাসার অধ্যক্ষকে অব্যাহতি, জোর করে মাদ্রাসা দখলের চেষ্টা মালিক পক্ষকে হয়রানির অভিযোগ আমার প্রথম ভোট,আমি ধানের শীষে দেব

বিশ্বজুড়ে আলোচিত টিভি সিরিজ ম্যাগগাইভার-এর অভিনয়শিল্পী ক্লু গুলাগার মারা গেছেন

  • প্রকাশিতঃ রবিবার, ৭ আগস্ট, ২০২২

দ্য ভার্জিনিয়ান’ ও ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ অভিনেতা ক্লু গুলাগার মারা গেছেন। ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় ৯৩ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়।বার্ধক্যের কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর জামাতা দিয়ানে গোল্ডনার। প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেন গুলাগার।ম্যাকগাইভারকে নিয়ে নির্মিত সিরিজ ‘থিন আইস’–এও অভিনয় করেন তিনি। গুলাগারের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক শন বেকারসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।বেকার লিখেছেন,তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম বলে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। টানজারিন সিরিজে ও “ভি” ম্যাগাজিনের ফটোশুটে তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। তিনি দুর্দান্ত একজন মেধাবী, ভদ্র ও দয়ালু মানুষ। তিনি সিনেমাকে ভালোবাসতেন। আমরা আপনাকে মিস করব।গত শতকের পঞ্চাশের দশকে অতিথি শিল্পী হিসেবে টিভি সিরিজে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। ক্যারিয়ারের শুরুর দিকে এনবিসির ‘দ্য টল ম্যান’ সিরিজের দুই সিজনে অভিনয়ের পর নিয়মিত কাজের ডাক পেতে থাকেন তিনি। পরবর্তীকালে ‘দ্য ভার্জিনিয়ান’, দ্য লাস্ট পিকচার শো’সহ বেশ কয়েকটি কাজে পাওয়া গেছে তাঁকে।আশির দশকে সিনেমায় নিয়মিত হন গুলাগার। অভিনয় করেন ‘দ্য ইনিশিয়েশন’, ‘আ নাইটমেয়ার অন ইলম স্ট্রিট ২: ফ্রেডি রিভেঞ্জ’সহ বেশ কয়েকটি সিরিজে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে গুলাগারকে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT