
নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা সিলেট মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় আহতদদের মধ্যে রয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের কয়েকজন স্টাফ সদস্য, বাসচালক ও হেলপার।
আহত সাংবাদিক এস এম ফয়েজ জানান, সোমবার সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্কের সামনে মহাসড়কে বাসটি পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলার পর আহত দের দ্রুত উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।