
নরসিংদীর রায়পুরা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি কাভার্ডভ্যানে করে গাঁজার বড় চালান ঢাকামুখী হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মরজাল এলাকায় চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক হলুদ রঙের কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে চারটি সাদা বস্তা থেকে কসটেপ মোড়ানো মোট ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় কাভার্ডভ্যানসহ নগদ ৯ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাজেদুর রহমান জনি (৪৫), তরিকুল ইসলাম রাজন (৩০)।
র্যাব জানায়, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রায়পুরা থানায় হস্তান্তর করা হবে।