নরসিংদীর পলাশে জামায়াতের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজারে জামায়াতের দাঁড়িপাল্লা সমর্থক ফোরাম কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভাপতি হাজী নূর মোহাম্মদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী কামাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য, জেলা জামায়াতের সেক্রেটারী ও নরসিংদী -২ (পলাশ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন |
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমজাদ হোসেন বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাই।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সেক্রেটারী মাওলানা বেলাল হোসেন, সহ সেক্রেটারী মোকছেদ হোসেন সহ স্হানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।