1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষের উন্নয়ন-ড. মঈন খান খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুবদল নেতা মনিরউজ্জামান মনিরের শুভেচ্ছা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন– নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনির।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস, সমাজের অন্যায়-অবিচার, অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা করা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

এ সময় মনিরউজ্জামান মনির বলেন, বাংলাদেশের হিন্দু-মুসলিম সম্প্রীতির ইতিহাস বহু পুরোনো। শত শত বছর ধরে একই গ্রামে, একই মাটিতে, একই আকাশের নিচে দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ঈদ হোক বা পূজা, সুখ-দুঃখে সবাই একসাথে অংশ নেয়।

“হিন্দু মুসলিম ভাই ভাই” কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক। একে অপরের উৎসবে সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানো—এগুলোই প্রমাণ করে আমরা একে অপরের শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। তাই আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো বিভেদই আমাদের আলাদা করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, ঘৃণা নয়—ভালোবাসা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করব।

আমি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই যেন পূজা চলাকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা যায়।

তিনি আরো বলেন, আমরা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আরও সুদৃঢ় করব এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করব। শুভ শারদীয় দুর্গোৎসব।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT