1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রাণবন্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দুই দলই যুগ্ম চ্যাম্পিয়ন লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ‘ফরিদা পারভীন’ আর নেই আ.লীগ শতশত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে: ড. মঈন খান পলাশের জিনারদীতে মাদক প্রতিরোধ কমিটির সভা নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা অবহেলিত গ্রামে রাস্তাঘাট নির্মাণে প্রবাসী জজ মিয়ার উদ্যোগ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারি আটক পলাশে পাওনা টাকা চাওয়ায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেফতার পলাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

ঘোড়াশাল পৌর বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার বিরুদ্ধে সম্প্রতি “Face The People” নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে মোঃ আলম মোল্লা বলেন, “উক্ত সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ  উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্ররোচিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।” তিনি আরও বলেন, “আমার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কখনও কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না এবং থাকবো না। যদি কেউ আমার বিরুদ্ধে ১ টাকারও চাঁদাবাজির প্রমাণ দিতে পারে, আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো ও রাজনীতি থেকে সরে দাঁড়াবো।”

মোঃ আলম মোল্লা, একজন জনপ্রিয় রাজনীতিক হিসেবে ২০১৪ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে। পাশাপাশি পেশাগত জীবনে একজন সফল ঠিকাদার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তিনি অভিযোগ করেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। ‘Face The People’ এবং ‘ভয়েস অব মেহেরপাড়া’ নামক দুটি অনলাইন প্ল্যাটফর্ম এই ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি সবসময় গঠনমূলক সাংবাদিকতাকে সম্মান করি। কিন্তু যারা সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অপপ্রচারে লিপ্ত, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগই একমাত্র প্রতিকার।”

এ ব্যাপারে তিনি “Face The People” ও “ভয়েস অব মেহেরপাড়া” নামে উল্লিখিত দুটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও নিশ্চিত করেন।

প্রসঙ্গত, তিনি গণমাধ্যমকে সতর্ক করে বলেন, “যদি সত্যিকার কোনো অভিযোগ থাকে, তা প্রমাণসহ জনসমক্ষে উপস্থাপন করুন। অপপ্রচার এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা সফল হবে না।”

পরিশেষে তিনি পলাশবাসীর প্রতি আহ্বান জানান, “আমি নিরপরাধ। কারো মিথ্যা প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। সত্যের জয় হবেই। আমি আপনাদের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করেই রাজনীতি করি। মিথ্যার মুখোশ খুব শিগগিরই জনগণের সামনে উন্মোচিত হবে।”

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT