জুলাই আগস্টে গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদদের স্মরণে “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচি নরসিংদীর পলাশে পালিত হয়েছে।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে শনিবার (১৯ জুলাই) সকালে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় পলাশ উপজেলায় দুইজন শহিদের স্মরণে দুইটি বৃক্ষ রোপণ করা হয় উপজেলা পরিষদের সামনে।
পলাশের শহিদ আমজাদ হোসেনের বাবা আরমান মিয়া ও শহিদ ইমন মিয়ার বাবা কামেন মিয়া এ গাছের চারা রোপণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিকী, পলাশ উপজেলা বন কর্মকর্তা আমিরুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র সামিউর রহমান মাহি ও ফয়সাল সরকার রিফাত উপস্থিত ছিলেন।