1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার: ড. মঈন খান লন্ডনে ছয় মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার পলাশে লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন দি ডেন্টিস্ট পয়েন্টের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নরসিংদীতে পুলিশের ওপর হামলা, মৎস্যজীবি দলের নেতাসহ গ্রেপ্তার ৭ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম

নরসিংদীতে বেপরোয়া বাস কেড়ে নিল মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর প্রাণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একই এলাকার তিন বন্ধু মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (৯ জুন) দিবগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজনই বন্ধু ছিলেন।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে খেলার জার্সি কিনতে তিন বন্ধু নরসিংদী শহরে এসেছিলেন। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুমড়মুচড়ে যায় মোটরসাইকেল।

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সবশেষ অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের প্রতিবেশী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT