1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল ট্রাজেডি আজ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি- ড. আব্দুল মঈন খান কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত পলাশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল নামে।

এ সময় ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সরেজমিনে ছাত্র-জনতার অনেককে দরজা-জানালা খুলে ফেলতে ও ভবনের ইট খুলে নিতে দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাত ১০টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।

এর আগে, বুধবার বিকাল থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নামে। একপর্যায়ে তারা গেট ভেঙে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT