“মাদককে না বলুন, খেলাধুলাকে উৎসাহিত করুন”— মানবিক এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় শুরু হওয়া রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় দুই শক্তিশালী দল— খানেপুর ইয়াং ষ্টার একাদশ বনাম বালিয়া সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব।
খেলা শুরু হতেই মাঠে চারপাশ কেঁপে ওঠে দর্শকদের উল্লাসে। আক্রমণ-প্রতিআক্রমণে ভরপুর ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারি থেকে মাঠে। নির্ধারিত সময়ে স্কোরলাইন সমতায় থামে ৩-৩ গোলে। পরে টাইব্রেকারেও দুই দল ৫-৫ গোলে সমান থাকে। শেষ পর্যন্ত আলোক স্বল্পতার কারণে ম্যাচ পরিচালনাকারী রেফারি উভয় দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খানেপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা যুবদল সভাপতি মোঃ মাহমুদুল হক মোমেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সামসুদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক, ঘোড়াশাল পৌরসভা যুবদল
মোঃ আওলাদ হোসেন শেখ, সহ-সভাপতি, পলাশ থানা যুবদল মোঃ শাহ আলম খান, সাংগঠনিক সম্পাদক, শ্রমিকদল ঘোড়াশাল আঞ্চলিক কমিটি মোঃ জাকির হোসেন মিকোয়ান, যুগ্ম সম্পাদক, নরসিংদী জেলা যুবদল।
টুর্নামেন্টের সফল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্থানীয় তরুণ মোঃ মেহেদী ও মোঃআকরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে অতিথিবৃন্দ যুগ্ম চ্যাম্পিয়ন দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি মোঃ মাহমুদুল হক মোমেন বলেন- “যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, খেলার প্রাণবন্ত আয়োজন ও দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করেছে, খেলাধুলাই পারে সমাজকে সুস্থ ও মাদকমুক্ত পথে এগিয়ে নিতে।