1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহেরের ইন্তেকাল নারায়ণগঞ্জ বিদ্যুৎ অফিসে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ১ কালীগঞ্জে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলকল্পে সভা কালীগঞ্জে জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পলাশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন নরসিংদী পাঁচদোনা ইউনিয়ন যুবদলের পহেলা বৈশাখ উদযাপন কালিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু বৈশাখের র‍্যালিতে বিএনপির নেতা কর্মীর গণস্রোত কালীগঞ্জে পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্রদল গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে জনতা জুটমিলে ভাংচুর,নগদ অর্থসহ মালামাল লুটপাট

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশের ঘোড়াশালে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলস লিঃ ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ,মালামালসহ নগদঅর্থ লুটের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে মিলের ৩ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছে।

শ্রমিকরা জানায়, গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে মিল শ্রমিকরা। এর মাঝে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক,সিবিআই নেতাসহ ও মিল কর্তৃপক্ষ আলোচনা বসেন। পরে মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চায়। আলোচনার শেষ পর্যায়ে বেশির ভাগ শ্রমিক বিষয়টি মেনে নিলেও কিছু শ্রমিক তা মেনে নেয়নি।

এসময় মিলের ভিতরে প্রশাসনিক ভবন, নিরাপত্তা বিভাগ, লেবার অফিস, ক্লাবঘর, কেন্দ্রীয় ভান্ডার,জিএমের বাসভবন, এমডির আই ভবন, ৬টি গাড়ী, প্রায় ৩০-৩৫টি কম্পিউটার-ল্যাপটব, সিসি ক্যামেরা, মনিটর, আসবাবপত্র সহ কয়েকটি স্থানে হামলা, ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। পরে আগুন জ্বালিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও আসবাবপত্র পুড়িয়ে দেয় কিছু শ্রমিক ও দুর্বৃত্তরা।

আকিজ বশির গ্রুপের মিলটির ক্যাশিয়ার দেলোয়ার হোসেন জানান, প্রায় ৪৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা ক্যাশের ভল্ট থেকে লুট করা হয় এবং আরও প্রায় শ্রমিক ও অফিসারের বেতন-ফান্ডের প্রায় ২০ লক্ষ টাকা সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা লুট করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা চলছিল। পরে মালিকপক্ষের প্রস্তাব বেশির ভাগ শ্রমিক মেনে নিলেও কিছু দুষ্কৃতকারী আসলে তাদের আমি শ্রমিক বলবো না, তারা উত্তেজিত হয়ে মিলের ভিতরে ভাংচুর চালায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে জনতা জুট মিলস কর্তৃপক্ষ জানান, মিলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT