1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারি আটক পলাশে পাওনা টাকা চাওয়ায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেফতার পলাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আ.লীগ ১৫ বছরে দেশের পাটকল গুলো ধ্বংস করে দিয়েছে – ড. আব্দুল মঈন খান ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ – ড. মঈন খান পলাশে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন পলাশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‌র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত   ঘোড়াশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন মনিরউজ্জামান

নরসিংদী দুই উপজেলায় কাপ-পিরিচ বিজয়ী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে নরসিংদীর পলাশ ও সদর উপজেলায় কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন ও মোঃ আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে স্ব-স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার।পরে রাতে উপজেলা পরিষদে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

ঘোষিত ফলাফল অনুযায়ী,নরসিংদী পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার ২ বারের সাবেক মেয়র মোঃ শরীফুল হক দোয়াত কলমে পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কারীউল্লাহ সরকার (বই) ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম সাইফুল ইসলাম গাজী (চশমা) পেয়েছেন ১৯ হাজার ৮৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো সেলিনা আক্তার (কলস) ৩৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নাসিমা সুলতানা লাকী (হাঁস) পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট।

পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৫.৯৩ শতাংশ।

অপরদিকে নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শীলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকির আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯১৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ওয়ালিউর রহমান (মাইক) ৩৫ হাজার ১১৫ ভোট। তার নিকটতম কফিল উদ্দিন (টিয়াপাখি) পেয়েছেন ৩৪ হাজার ৯০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন আঞ্জুমান বেগম (কলস)।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ৫৫৯ জন। এরমধ্যে ২৩.৭৪১২ শতাংশ ভোট পড়েছে।

ভোট কেন্দ্রের বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে নরসিংদীর এই দুই উপজেলার ভোটগ্রহণ। তুলনামূলক ভোটার উপস্থিতি কম হলেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT