পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঘোড়াশাল পৌর মেয়রের উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া মেয়রের বাগান বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার।
দৈনিক জবাবদিহির বোরহান মেহেদী,যায়যায় দিনের এস এম শফি,সমকালের আশাদুল্লাহ মনা, যুগান্তরের জাহাঙ্গীর কবির,ইত্তেফাকের আক্তারুজ্জামান, মানবকন্ঠের জাহিদ হোসেন, নাগরিক ভাবনার নাজমুল হক মণি, আমাদের অর্থনীতির মাহবুব সৈয়দ,বাংলা টিভির রাসেল আহমেদ,আরটিভির নূরে আলম রনি, প্রতিদিনের সংবাদের আলামিন,আমাদের সংবাদের তারেক পাঠান,মানবজমিনের সারোয়ার রুবেল,বাংলা ভূমির বিল্লাল হোসেন,স্বাধীন সংবাদের আনোয়ার হোসেন আনু,ভোরের পাতার আনিছুর রহমান ও সময়ের আলোর বায়জিদ প্রমুখ।