1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার পলাশে লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন দি ডেন্টিস্ট পয়েন্টের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নরসিংদীতে পুলিশের ওপর হামলা, মৎস্যজীবি দলের নেতাসহ গ্রেপ্তার ৭ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম পলাশে জামায়াতের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত-৩ রায়পুরা ম্যারাথনে ফার্স্ট রানারআপ হলো পলাশের রোদিয়া 

রায়পুরা ম্যারাথনে ফার্স্ট রানারআপ হলো পলাশের রোদিয়া 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় দেশ বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো রায়পুরা ম্যারাথন।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ কিলোমিটার দৌড়ে ফার্স্ট রানারআপ হয়েছে পলাশের রুবাইয়া ইসলাম (১০) রোদিয়া।

প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মাঠে সকল ফিনিশারকে সম্মাননা পদক প্রদান করা হয়। চারটি ক্যাটাগরির বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় প্রাইজমানি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপি আরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং প্রতিষ্ঠাতা সভাপতি এক্সসাস মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, ওয়াটসন গ্রুপের পরিচালক আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ রোদিয়া নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার এলাকার রোমান হোসেন ভূঁইয়ার মেয়ে ও জনতা আদর্শ বিদ্যাপীঠের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রী।

রোদিয়া বাবা-মা জানান, মাত্র ১০ বছর বয়সে সে যেভাবে বড়দের সাথে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে তাতে আমরা স্বপ্ন দেখতেই পারি যে , রোদিয়া একদিন আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশ নিয়ে পলাশ উপজেলাকে নতুনভাবে তুলে ধরবে। রোদিয়াও আমাদের স্বপ্ন পূরনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

তাঁরা আরও জানান, ২০২৪ এর জুলাই অভ্যূথানের প্রতিকী ম্যারাথনে মহিলা বিভাগে নরসিংদী জেলার চ্যাম্পিয়ন হয় রোদিয়া। এ ছাড়াও গত ৭ মাসে ২, ৫ ও ৭.৫ কিলোমিটার রানের ৮ ইভেন্টে অংশ নিয়ে ২ টি চ্যাম্পিয়নসহ ৬ টি ইভেন্টেই পোডিয়াম অর্জন করে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT