1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পাঁচদোনায় বিএনপির পথসভা অনুষ্ঠিত পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: ড. মঈন খান যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন- মনিরউজ্জামান মনির পলাশে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু নরসিংদীর পলাশে শহীদ ময়েজউদ্দিন টোল প্লাজায় রশিদ ছাড়া টোল আদায়, রাজস্ব হারাচ্ছে সরকার পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার: ড. মঈন খান লন্ডনে ছয় মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি পলাশে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আগের মতো চোখে পড়েনা বাবুই পাখি-বাসা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

আগের মতো চোখে পড়েনা বাবুই পাখি ও তার বাসা। ছোট্ট পাখি বাবুই। বিলের ধারে বা গ্রামীণ সড়কের পাশে তালগাছ ঘিরেই তাদের বসবাস। একসময় বাবুই পাখির বাসা আর কিছিরমিছির কলবর জুড়েই থাকবো গ্রাম-বাংলার আবহমান জনপদ। তবে কালের বিবর্তনে আজ প্রায় বিলুপ্ত শিল্পের কারিগর এই বাবুই পাখি ও তার বাসা।

বাসা তৈরিতে যে এমন সু-নিপুণ কারিগর সে তো শিল্পের বড়াই করতেই পারে। কিন্তু কবি রজনীকান্ত সেনের কালজয়ী ‘স্বাধীনতার সুখ’ কবিতাটির নায়ক আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আজ বিলুপ্তির পথে।

বাবুই পাখি সাধারণত তালপাতা, ঝাউ, খড়, ও কাশবনের লতাপাতা দিয়েই উঁচু তালগাছের ময়ুর পেখুম ঢালে বাসা তৈরি করে। উঁচু তালগাছে বাঁধা খড়কুটোর সেই বাসা দেখতে বেশ আকর্ষণীয় ও মজবুত হয় এবং প্রবল ঝড়ো বাতাসেও তা ঝরে পড়তো না। বাবুই পাখির শক্ত বুননের বাসা শিল্পের অনন্য সৃষ্টি। যা একজন মানুষের কাছে সহজে টেনে ছেঁড়া সম্ভব হত না।

বাসা তৈরি ও জীবন প্রণালি:
বাসা তৈরির শুরুতে বাসায় দুটি নিম্নমুখী গর্ত থাকলেও পরে একদিক বন্ধ করে বাবুই পাখিরা তাতে ডিম রাখার জায়গা তৈরি করে। অপর দিকটি লম্বা করে তৈরি করে প্রবেশ ও প্রস্থানের পথ। পুরুষ বাবুই পাখি এক মৌসুমে প্রায় পাঁচ-ছয়টি বাসা তৈরি করতে পারে। বাবুই পাখি সাধারণত বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, সরিষা, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু-রেণু ইত্যাদি খেয়ে জীবনধারণ করে।

নরসিংদীসহ দেশের গ্রামীণ জনপদ গুলোতে প্রায় বিলুপ্তির পথে বাসা তৈরির কারিগর বাবুই পাখি ও তার বাসা। আগের মতো এখন আর প্রকৃতি প্রেমীদেরও চোখে পড়েনা বাবুই পাখি, চোখে পড়েনা বাবুই পাখির তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা ও বাসা তৈরির নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য। একসময় প্রতিটি গ্রামাঞ্চলে সারি সারি উঁচু তালগাছের পাতার সঙ্গে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা দেখা যেত। পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা দৃষ্টিনন্দন বাবুই পাখি ও তাদের নিজের তৈরি বাসা আজ বিলুপ্তপ্রায়।

চরনগরদী এলাকার পাখি প্রেমিক লোকমান মোল্লা বলেন, বাবুই পাখির বিলুপ্তির অন্যতম কারণ হচ্ছে তাদেররনিরাপদ বাসস্থান সংকট। তাল গাছকে ঘিরেই মূলত তারা বাসস্থান গড়ে তুলে। কিন্তু আগে আমরা যে পরিমাণ তালগাছ দেখতে পেতাম তা মারাত্মকভাবে কমে গেছে। যার কারণে এ পাখিটি বাসস্থান গড়ে তুলতে পারছে না। অন্যান্য গাছে তারা বাসা তৈরি করলেও তা ক্ষণস্থায়ী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT