1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন-ড.মঈন খান নরসিংদীর ডাংগায় শ্রমিককে কুপিয়ে হত্যা নরসিংদীর মাধবদীর কাঠালিয়ায় বর্গাচাষী কর্তৃক জমির মালিককে হুমকি পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতির রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আব্দুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল: ড. মঈন খান সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যু বার্ষিকী আজ

নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠিত হারুন সভাপতি, আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

গত ১৮ জানুয়ারি, বুধবার নরসিংদী জেলা সংবাদ পত্র পরিষদ (এনএসপি)এর দ্বি-বার্ষিক সাধারণ সভা নরসিংদী শহরের রেলওয়ে স্টেশনস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এনএসপির সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ মোঃ সেখ সাদী, সাপ্তাহিক বাবুরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ. আউয়াল, দৈনিক উত্তাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড. মোঃ লিয়াকত হোসেন, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক, দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজিল এ মিল্লাত, সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ্ ও সাপ্তাহিক দেশ সন্দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নাছিবুর রহমান খান প্রমুখ। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হারুন অর রশিদ কে সভাপতি ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে নরসিংদী সংবাদপত্র পরিষদের ২০২৩-২৪ সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি সাপ্তাহিক নরসিংদীর সমাচার এর প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক, সহ-সভাপতি সাপ্তাহিক দেশ সন্দেশ এর প্রকাশক ও সম্পাদক মোঃ নাছিবুর রহমান খান, কোষাধ্যক্ষ দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজিল এ মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন দৈনিক গ্রামীণ দপর্ণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আনোয়ার কামাল, দৈনিক সমসংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হামিদুল হক আহাদ ও সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফরোজা আহমেদ।

এছাড়া এনএসপির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, অধ্যক্ষ মোঃ সেখ সাদী, মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), এড. লিয়াকত হোসেন ও মোঃ হুমায়ুন কবীর শাহ। অনুষ্ঠান পরিচারনা করেন এনএসপির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার কামাল।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT