1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

আওয়ামী লীগ–বিএনপি মিলে ‘সংবাদ সম্মেলন নাটক’: বালু খেকোদের সাফাই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের জবাবে এবার এক মঞ্চে নাটকীয় সংবাদ সম্মেলন করলেন দুই রাজনৈতিক দলের নেতা।

শনিবার (১২ জুলাই) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহফুজা আক্তার এবং যুবদল সভাপতি প্রার্থী নুরুল ইসলাম। কিন্তু এই নাটকে নতুন মোড়—বর্তমান চেয়ারম্যানের স্বামী মির্জাচর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন!

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ ও বিএনপি এখন বালু ভাগাভাগিতে একমত—রাজনীতি নয়, এখন মূল টার্গেট লাভের ভাগ!

চেয়ারম্যান মাহফুজা আক্তার দাবি করেন, “মির্জাচরে কোনো বালু মহল নেই, কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।” তিনি বলেন, নবীনগরের নাসিরাবাদ মৌজায় বৈধ একটি বালু মহল রয়েছে, যা মির্জাচরের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

বিএনপিপন্থী নুরুল ইসলামও একই সুরে বলেন, “আমি দীর্ঘদিন নরসিংদীতে থাকি, এলাকায় গেলে কোনো বালু উত্তোলন চোখে পড়েনি। আমার সুনাম নষ্ট করতেই এই অপপ্রচার।”

কিন্তু এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই মেঘনা নদীর পাড়ে চলমান ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে, যা সবার চোখের সামনে। স্থানীয়রা বলছেন, এইসব কাজে রাজনৈতিক ছত্রছায়া ছাড়া সম্ভব নয়।

বিশেষ করে প্রশ্ন উঠেছে—যে চেয়ারম্যান স্বামীর পরিচয় দেন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে, তিনিই কীভাবে নিজেকে এসবের বাইরে দাবি করেন ?

জনমনে ক্ষোভ—“এটা আসলে সংবাদ সম্মেলন নয়, বালু খেকোদের আত্মরক্ষার নাটক। আর এতে দুই দলের নেতাই নায়ক-নায়িকা!”

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT